উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে প্রায় ১ কোটি টাকা প্রকল্পের দুটি কাজের শুভ সূচনা হলো কোচবিহারে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় এক কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা হলো কোচবিহার গুড়িহাটি ২ নম্বর অঞ্চলে।

নাটাবাড়ি বিধানসভা এলাকার শক্তি সংঘ ক্লাবের কমিউনিটি হল নির্মাণ ও উচ্চ বিদ্যালযের গার্ডওয়াল, সাইকেল স্ট্যান্ড এবং কয়েকটি স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন—এই সমস্ত কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, কোচবিহার ১ নম্বর ব্লকের সভাপতি আব্দুল কাদের হক সহ অন্যান্য অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =