নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: দুঃস্থ পরিবারের মেয়ের বিয়ে দিয়ে মানবিকতার নজির মালদার এক অলওয়েজ স্মাইল নামক স্বেচ্ছাসেবী সংস্থা।গাজোলের কমল ডাঙ্গা গ্রামের এক মেয়ের বিয়ে ঠিক হয়।পাত্রীর বিয়ে ঠিক হলেও অসহায় বাবার পক্ষে আর্থিক অনটনের জেরে তা সম্পন্ন করা অসম্ভব হয়ে পড়েছিল।
এই পরিস্থিতির কথা জানতে পেরেই মালদা অলওয়েজ স্মাইল স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় ।পাত্রীর বাবা পেশায় দিনমজুর সেই পরিস্থিতিতে বিয়ের সব রকম ব্যবস্থা করতে না পারায় চিন্তায় পড়ে।
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পাশে দাঁড়িয়ে তার মেয়ের বিয়ে সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। ধুমধাম করে গাজোলের কমলডাঙার শিবানী মন্ডলের শুভ বিবাহের ব্যবস্থা করে ওই সংস্থার সদস্যরা। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রশংসা করেছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার।
এ বিষয়ে অলওয়েজ স্মাইলের সদস্য প্রসেনজিৎ সিংহ জানিয়েছেন ধুমধাম করে বিয়ে হয় ওই দুঃস্থ পরিবারের মেয়ের তথা আমাদের বোন শিবানীর। পাশাপাশি বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়।