কুচবিহার পুলিশের সচেতনতা শিবির ও র‍্যালির মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা:

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: আজ সবুজপল্লি হাই স্কুল,  এক বিশেষ সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

আলোচনার মূল বিষয়বস্তু ছিল শিশু বিবাহ প্রতিরোধ, পক্সো আইন সম্পর্কে সচেতনতা, মাদকদ্রব্যের অপব্যবহারের ক্ষতিকর দিক, সাইবার অপরাধের ঝুঁকি এবং সড়ক নিরাপত্তা—বিশেষ করে “Safe Drive Save Life” কর্মসূচির প্রচার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনহাটা এসডিপিও ও ডিএসপি ট্রাফিক। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব ও গম্ভীরতা এনে দেয়।

সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের জন্য ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ফলে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এই ভিডিওগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে নিরাপদ যাতায়াত এবং ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =