নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোয়ালপখর :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: এবার দুই বাংলাদেশি ভোটারের হদিশ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের ছোটো হাসান এলাকায়, দুই বাংলাদেশি নাগরিকের নাম কৃষ্ণ কান্ত বাইন ও শিল্পী মন্ডল সেই দুই বাংলাদেশি ভোটার বাংলাদেশেই থাকেন বলে দাবি আত্মীয়ের।
তবে কি ভাবে ডকুমেন্ট তৈরি করেছে সেটা তার জানা নেই। উল্লেখ্য চলতি মাসের ১৭ তারিখে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের একটি চিঠি সামনে আসে।
সেখানে উল্লেখ রয়েছে দুই বাংলাদেশি নাগরিক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের ছোটো হাসান এলাকার বাসিন্দা এবং তারা ভারতীয় ভোটার। এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে হইচই শুরু হয়ে যায়। যদিও ওই দুই বাংলাদেশির আত্মীয়ের দাবি তারা এখন বাংলাদেশে রয়েছেন।