বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিরেপোতা বাজার এলাকা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না :: শুক্রবার ২৫,জুলাই :: বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিরেপোতা বাজার এলাকা। এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এল পঞ্চায়েত কর্তৃপক্ষ।

গ্রামবাসীদের জলনিকাশি সমস্যার সমাধান এবং কৃষকদের ফসল রক্ষার লক্ষ্যেই জহুরী পুকুর থেকে মোগলমারী পর্যন্ত নয়নজলি সংস্কারের কাজ শুরু হয়েছে। সেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং মিরেপোতা বাজার তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই কাজের সূচনা করেন পঞ্চায়েত প্রধান পুরঞ্জয় সরকার।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর সাঁই, পঞ্চায়েত সদস্য উজ্জ্বল ধারা, অঞ্চল যুব সভাপতি তন্ময় সাঁই, তৃণমূল নেতা পার্থ কেস, কর্মী সন্তু সরকার, বাবলু শেখ সহ অন্যান্যরা।

পঞ্চায়েত প্রধান পুরঞ্জয় সরকার জানান, “প্রতি বছর বর্ষার আগেই আমরা নয়নজলি পরিস্কারের কাজ করে থাকি। এবারও সেই কাজ শুরু হয়েছে। এতে এলাকার চাষিরা উপকৃত হবেন।”

এলাকার পঞ্চায়েত সদস্য সমীর সাঁই জানান, এই সংস্কারের ফলে বৃষ্টির সময় জমে থাকা জল দ্রুত বেরিয়ে যাবে। ফলে জমিতে জল দাঁড়াবে না এবং ধান নষ্ট হবে না।

এতে কৃষকদের আর্থিক ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমবে। বর্ষার আগে এই কাজ সম্পন্ন হলে কৃষক পরিবারগুলি অনেকটাই স্বস্তি পাবে বলে মনে করছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + one =