নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শুক্রবার ২৫,জুলাই :: ব্রিজের ফুটপাত দিয়ে পিএইচই এর জলের পাইপ নিয়ে যাওয়া আটকে দিল এলাকার মানুষ, এলাকার মানুষের অভিযোগ
ফুটপাতের ওপর দিয়ে জলের মোটা পাইপ নিয়ে গেলে সাধারন মানুষ হাঁটাচলা করতে পারবে না, আর এই ঘটনা নিয়ে পিএইচই আধিকারিক এর সঙ্গে এলাকার মানুষের বচসা বাধে ।
ঘটনাটি হাড়োয়ার বিদ্যাধরী নদীর উপর ব্রিজের ঘটনা ।