নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নবদ্বীপ :: শুক্রবার ২৫,জুলাই :: দিল্লিতে কাজে গিয়ে বাংলা দেশী সন্দেহে আটক নবদ্বীপ তিওরখালির দুই যুবক। চিন্তায় পরিবার। জানা যায় আটক ঐ যুবকের নাম শান্তি শেখ, বয়স আনুমানিক ৩৮, বাড়ি নবদ্বীপ ব্লকের তিওয়রখলি কুলতলা এলাকায়।অন্য আরও এক আটক যুবকের নাম কাজিল শেখ বয়স আনুমানিক ২৫ বছর।জানা যায় গত তিন মাস আগে দিল্লিতে রাজমিস্ত্রীর যোগাড়ের কাজে যায় শান্তি,পরিবারের অভিযোগ গত দু দিন আগে জানতে পারে বাংলাদেশী সন্দেহে দিল্লিতে পুলিশ তাকে আটক করেছে,খবর পেয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার।
এই খবর পাওয়ার পর নবদ্বীপ থানার পুলিশ পরিবারের সাথে যোগাযোগ করে ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি পরিচয় পত্র নিয়ে যায়। তবে এখনো কোন খোজ মেলেনি শান্তি শেখের। পরিবারের সদস্য থেকে প্রতিবেশী সকলেই চাইছে ঘরের ছেলে ফিরুক ঘরে।
অন্য দিকে কাজিল শেখের পরিবার ও প্রবল উৎকণ্ঠার মধ্যে রয়েছে। দুই শ্রমিকের পরিবার থেকে শুরু করে স্থানীয় মানুষজন চাইছে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করুক।