নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নবদ্বীপ :: শুক্রবার ২৫,জুলাই :: গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক মহিলাকে বাঁচিয়ে জীবন ফিরিয়ে দিল এক ব্যক্তি। সময় মত জল থেকে উদ্ধার না করলে ঘটতে পারতো বড়োসড়ো দুর্ঘটনা। নদীয়ার নবদ্বীপের ফাঁসিতলা সেবা সংঘ গঙ্গার ঘাটের ঘটনা।
স্থানীয় বাসিন্দা বাবু পালের দাবি, হঠাৎই তার চোখের সামনে এক মহিলা গঙ্গায় ঝাঁপ দেয় এরপর ভেসে চলে যেতে দেখে। তড়িঘড়ি তিনি দেখতে পেয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণপণের চেষ্টায় ওই মহিলাকে জল থেকে উদ্ধার কোরে ডাঙ্গায় তোলে। সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই মহিলা।খবর দেওয়া হয় নবদ্বীপ থানায় ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ, এরপর কেন ওই মহিলা গঙ্গায় ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল তা জানার চেষ্টা করে।
প্রাথমিক অনুমান সাংসারিক অশান্তির কারণে এইভাবে আত্মহত্যার চেষ্টা করেছে ওই মহিলা। বর্তমানে অসুস্থ অবস্থায় নবদ্বীপ হাসপাতালে চিকিৎসা রত রয়েছেন তিনি।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।