নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ২৫,জুলাই :: রাজ বংশী দের হয়রানি , বিজেপি বিধায়কদের হেনস্তা, তাপশিলি জাতির শংসাপত্র প্রদানে জালিয়াতি ও তৃণমূল সন্ত্রাস অভিযোগ সহ
মোট সাত দফা দাবি কে সামনে রেখে কোচবিহার শহরের সুনীতি রোড ব্রাহ্ম মন্দির সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপি এস সি মোর্চার ।
অবস্থান-বিক্ষোভে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য নেতৃত্বে উপস্থিত রয়েছেন। বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, এনআরসির নামে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ২৬ শে নির্বাচন পার করতে চাইছে ।
গতকাল তৃনমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় একটি ভুয়ো ভিডিও পোস্ট করেন পরবর্তী তিনি সেই ভিডিও আবার ডিলিট করে দেন। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে ।