ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার বাংলার সাত পরিযায়ী শ্রমিক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৫,জুলাই :: ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার বাংলার সাত পরিযায়ী শ্রমিক। গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে সেখানকার পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ।

মন্ত্রীর গড়ে এই খবর আসতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ক্ষোভে ফেটে পড়ল পরিবারের লোকেরা। পাশে দাড়ালো গোটা গ্রাম।শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি পরিবারের। কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধ বাবা মায়েরা। এলাকায় কাজ নেই বাইরে কাজ না করলে খাবে কি। প্রশ্ন এলাকার মানুষের ? মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর।

ফের বিজেপি শাসিত হরিয়ানায় মালদার সাত পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মালদার হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকার আজমল হোসেন, লোকমান আলী, উসমান আলী, মানিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, পসেন দাস, অভিজিৎ দাস হরিয়ানার গুরগাঁও এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

তাদের কাছে রয়েছে বৈধ নথিপত্র। কিন্তু অভিযোগ তারপরেও গতকাল রাতে সেখানকার পুলিশ তাদের বাংলাদেশী সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়।

পরিবারের লোকের অভিযোগ তারপর গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদের উপর অত্যাচার হচ্ছে। দেওয়া হচ্ছে না খাবার। তাদের ভোটার আধার সমস্ত কিছু দেখানো হলেও ছাড়া হচ্ছে না। আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twenty =