নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২৫,জুলাই :: সদর থেকে গ্রাম সমস্ত জায়গার সামগ্রিক ছবি একটাই মানুষের দুর্ভোগ। কারণ বর্তমান সমস্ত রাস্তার করুণ দশা। নিকাশি নালার কোন দেখভাল নেই। ব্যাঙের ছাতার মত গ্রাম থেকে শহরে গজিয়ে উঠছে বহুতল ফ্ল্যাট এবং হাউসিং।বৃষ্টির জল ধারণের ক্ষমতা বলতে ছিল আগে মহানালা তা দিয়ে জল বয়ে যেত গঙ্গা এবং মাঠঘাটে। কিন্তু মহানালা হয়ে রয়েছে আবর্জনাময় তা প্রায় বন্ধ। ধীর গতিতে জল অতিবাহিত হচ্ছে মহানালা দিয়ে। তার ফলে সমস্ত এলাকায় এবং পাড়ায় জমে যাচ্ছে হাঁটুর উপরে নোংরা আবর্জনাময় পচা জল।
সমস্যায় পড়ছে শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা থেকে সাধারণ পথ চলতি মানুষও। বড় -ছোট গাড়ি থেকে টোটো -অটো সবই পড়ছে বেসামাল হয়ে। এক কথায় বলা যেতেই পারে নরক যন্ত্রণায় দুর্ভোগের মধ্যে পড়ে রয়েছে হাওড়াবাসি। তাতেও কোন ভ্রুক্ষেপ দেখা যায় না কোন দপ্তরের প্রশাসনের তরফে।