সিতাইয়ে ২১৮ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার: মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ২৫,জুলাই :: কোচবিহার জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল। আজ সকালে সিতাই থানা এক বিশেষ অভিযান চালিয়ে ২১৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার জেলার মাদকবিরোধী প্রচেষ্টায় একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সিতাই থানার পুলিশ সকালেই অ্যাকশনে নামে।সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা একটি কালো রঙের মাহিন্দ্রা থার গাড়ি আটক করে। এরপর শুরু হয় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি। আর তাতেই গাড়ির মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় প্রায় ২১৮ কেজি গাঁজা। এই গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।

এই ঘটনায় গাড়ির চালক, আনন্দ দেবনাথকে, ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ। সিতাই থানার পুলিশ দ্রুততার সঙ্গে আনন্দ দেবনাথের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (NDPS Act) মামলা রুজু করেছে এবং তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি দাঁড় করিয়েছে।

এই মাদকচক্রের পেছনে আর কারা জড়িত, সেই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। কোচবিহার জেলা পুলিশের এই তৎপরতা প্রমাণ করে যে, তারা জেলাকে মাদকমুক্ত করতে কতটা বদ্ধপরিকর। পুলিশের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 13 =