নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনহাট :: শুক্রবার ২৫,জুলাই :: গত দশ বছরের ঐতিহ্য মেনে এবারও বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে প্রায় ২০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন দিনহাটা ২ নং ব্লকের বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বগনিরহাটের ১০ যুবক।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় স্থানীয় শিব মন্দিরে পুজো দিয়ে এই যুবক দলটি তাদের দীর্ঘ যাত্রা শুরু করে। দলের প্রবীণ সদস্য সুজন বর্মন জানান, দীর্ঘ পথ হেঁটে তারা আগামী সোমবার জল্পেশ মন্দিরে পৌঁছাবেন এবং বাবা ভোলানাথের মাথায় জল ঢালবেন।
যাত্রাপথে রাত্রিযাপনের জন্য তারা মন্দিরে আশ্রয় নেবেন বলে জানা গেছে। দলটির সদস্যরা আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে ১০ জন ভক্ত যাত্রা শুরু করলেও পথে আরও বেশ কিছু ভক্ত তাদের সঙ্গে যোগ দেবেন। এই অটুট ভক্তি ও কঠিন সাধনার মধ্য দিয়েই তারা প্রতি বছর বাবা ভোলানাথের আশীর্বাদ প্রার্থনা করেন।