নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাহেবগঞ্জ :: শুক্রবার ২৫,জুলাই :: সাহেবগঞ্জ: দুষ্কৃতী কার্যকলাপে লাগাম টানতে আবারও বড় সাফল্য পেয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোচাবাড়ি বাজার এলাকা থেকে কার্তিক বর্মন (৪৯) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি KF-7.66 তাজা গুলি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলেই নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করে সিল করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯ অনুযায়ী একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে তোলা হলে পুলিশ ৭ দিনের হেফাজতের আবেদন জানায়।
সাহেবগঞ্জ থানার পুলিশের এই তৎপরতায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও চলবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।