নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ২৬,জুলাই :: পিডি কলেজে অধ্যাপিকাকে জাত তুলে অপমান, ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত এসএফআই। তৃণমূলের বহিরাগত ছাত্রীদের হাতে আক্রান্ত হয়ে তিনজন এসএফআই নেত্রী আহত। তাদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
জানা গেছে সম্প্রতি এই কলেজের এক আদিবাসী অধ্যাপিকাকে জাত তুলে অপমান করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে এসএফআই শুক্রবার দুপুর এ ডেপুটেশন দিতে যায় কলেজের অধ্যক্ষকে। সেই সময়ে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীরা আক্রমণ করে এসএফআই এর উপর।
উল্লেখ্য, কয়দিন আগে আদিবাসি ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উল্লেখিত বিষয়ে কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দিতে এলে কলেজের ভেতরে থাকা তৃণমুল আশ্রিত বহিরাগতরা আদিবাসী নেতৃত্ব এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর আক্রমণ করে ছিলো। পরবর্তীতে দৌড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছিল সংবাদ মাধ্যমের ক্যামেরায়।
এদিন বিকেলে এক এসএফআই নেতা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ থেকে জানান এর প্রতিবাদে আজ সন্ধ্যায় জলপাইগুড়িতে বিক্ষোভ কর্মসূচি রয়েছে।