জলের কষ্টে আসানসোল জেলার সাধারণ মানুষের প্রতিবাদে ডিএম অফিসে ডেপুটেশন স্মারকলিপি প্রদান বিজেপির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ২৬,জুলাই :: তৃণমূলের সিন্ডিকেটের দ্বারা দামোদরের বুক থেকে অবৈধ বালি খননের কারণে এবং রাজ্য সরকারের গাফিলতির ফলে ভেঙে পড়ে পি এইচ ই র জল প্রকল্পর ব্রিজ।

জলের কষ্টে আসানসোল জেলার সাধারণ মানুষের প্রতিবাদে ডিএম অফিসে ডেপুটেশন স্মারকলিপি প্রদান কর্মসূচি আসানসোলের বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে। এদিন মিছিল করে আসেন বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।

উপস্থিত জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জী সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =