নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: শনিবার ২৬,জুলাই :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁর চাপালি অঞ্চলের বকচোরা এলাকায় আমিনিয়া জেরক্স সেন্টারের আড়ালে অবৈধভাবে তৈরি করা হতো আধার কার্ড অভিযোগ উঠেছে।
ভুয়া এই আধার কার্ড তৈরির খবর গত কয়েকদিন ধরেই মিনাখা থানার পুলিশের কাছে আসছিল। গোপন সেই খবরের ভিত্তিতে মিনাখাঁ থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই আধার সেন্টারে অভিযান চালায়।
অভিযান চালিয়ে বাকিবিল্লাহ ও মাতিন গাজী নামে দুই যুবককে আটক করার পাশাপাশি একটি ল্যাপটপ, একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে মিনাখাঁ থানার পুলিশ।
দুজনকে আটক করে তদন্ত চালাচ্ছে মিনাখাঁ থানার পুলিশ। আদৌ কি আধার কার্ড তৈরি করা হতো নাকি অন্য কিছু তৈরি করা হলো তদন্তে মিনাখাঁ থানার পুলিশ।