নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৬,জুলাই :: চারদিকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আর তার মধ্যেই মাথায় আকাশ ভেঙে পড়ল। ১৯ নম্বর জাতীয় সড়কের প্রায় ২৫০ জন শ্রমিক কাজ হারানোর মুখে। আর সেই ক্ষোভেই উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমানের আঝাপুর এলাকা।
পালসিট থেকে ডানকুনি পর্যন্ত ১৯ নম্বর জাতীয় সড়কের পরিচালনার দায়িত্বে রয়েছে আই আর বি নামে বেসরকারি সংস্থা আর এই সংস্থায় দীর্ঘ চার বছর ধরে কাজ করে আসছেন বহু শ্রমিক।
আর পুজোর ঠিক আগেই দুদিনে প্রায় ৩০ জন শ্রমিক ছাঁটাই করা হয়। বাকিরাও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এই বুঝি তাদের কাজ বাতিলের নোটিশ আসে।
তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী জানান যে সমস্ত শ্রমিকদের ছাটাই করা হচ্ছে তারা এক দু দিনের কাজ করছে না দীর্ঘ চার বছর ধরে কাজ করছে।
অথচ কোনো নোটিশ ছাড়াই শ্রমিকদের বলা হচ্ছে তোমাদের কাজ শেষ। আর যদি ছাটাই করতেই হয় তাহলে সরকারি নিয়ম মেনে তিন মাসের বেতন ই এস আই পিএফ সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে।
যদিও এই ছাটাই পিছনে রয়েছে সংস্থার দুই ম্যানেজার মুন্না ও চ্যাটার্জি বাবু। শ্রমিকদের দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের তরফ থেকে।