শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর তেলিপাড়ায় ফের ধরা পড়ল এক বিরল প্রজাতির কচ্ছপ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শনিবার ২৬,জুলাই :: শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর তেলিপাড়ায় ফের ধরা পড়ল এক বিরল প্রজাতির কচ্ছপ। জানা গেছে, জনক বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দার বাড়ির পাশে এক পুকুরে মাছ ধরার সময় নিজের জালে কচ্ছপটি ওঠে।

কচ্ছপটির আকৃতি এবং গঠন দেখে তিনি বুঝতে পারেন এটি সাধারণ কচ্ছপ নয়। এরপরই তিনি কোনও দেরি না করে বনদপ্তরকে খবর দেন এবং কচ্ছপটি তাদের হাতে তুলে দেন। বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এটি একটি বিরল প্রজাতির জলচর কচ্ছপ এবং সংরক্ষণের উপযোগী।

এর আগে শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকায় এক চাষিও ঠিক একই ধরনের একটি কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন।পরপর দুটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারের ঘটনায় পরিবেশ প্রেমীদের মধ্যে কৌতূহল ও সচেতনতা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + seven =