দেউলী তে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা – একই বাড়িতে শাশুড়ি বৌমা দুজনের জোডা মৃত্যু জলে ডুবে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: রবিবার ২৭,জুলাই :: উত্তর ২৪ পরগনা সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের দেউলী! এই দেউলী তে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একই বাড়িতে শাশুড়ি বৌমা দুজনের জোডা মৃত্যু জলে ডুবে ৷

জানা যায় ভেণ্ডি তুলতে গিয়ে ছিল বছর ২১র বৌমা রাখি মণ্ডল পুকুরের কাঠের ঘাটে হাত পা ধুতে গিয়েছিল সেখানে পা শ্লিপ করে জলে ডুবে যায় বৌমা ৷ স্বামী বিশাল মণ্ডলের সঙ্গে এক বছর আগে তাদের বিবাহ হয় ৷

তখন বৌমার চিৎকারে তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন ৬০ র শ্বাশুড়ি ষষ্ঠী মন্ডল। বৌমাকে বাঁচাতে গেলে দুজনই একসাথে তলিয়ে যান পুকুরে।

সূত্র মারফত জানা যায় যে শাশুড়ি এবং বৌমা দুইজন কেউই সাঁতার জানতেন না। অনেক খোঁজাখুঁজির পরে দুজনকে কোথাও পাওয়া না গেলে এলাকার মানুষের সন্দেহ হয় পুকুরের জাল ফেলা হয় তখনই জালে বেধে ওঠে দুটি ডেড বডি এমনটা জানিয়েছেন এলাকার মানুষ ।

সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা জানিয়েছেন ওই মৃতদের পরিবারের পাশে তিনি সর্বদা আছেন যা কিছু সাহায্য করার তিনি করবেন।

ঘটনাস্থলে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ডেড বডি উদ্ধার করে নয় নম্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষণা করে। এখান থেকে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =