নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ২৭,জুলাই :: আসানসোলের কালিপাহাড়ি অঞ্চলে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে মোটরবাইক আরোহী দুই জনের মৃত্যুর ঘটনা ঘটে। জানাযায় আসানসোল থেকে দুর্গাপুর যাওয়ার পথে মোটরবাইকে দুই আরোহীকে কোন বড় গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়।
ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই দুইজন। খবর পাওয়ার পর আসানসোলের নর্থ ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই যুবক কে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসক ওই দুই আরোহীকে মৃত বলে ঘোষণা করে।
যদিও এখন পর্যন্ত ওই দুই যুবকের পরিচয় পাওয়া যায় নি। পরিচয় জানার পাশাপাশি কোন গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় তাও তদন্ত করে দেখছে পুলিশ।