নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রবিবার ২৭,জুলাই :: গঙ্গাসাগরে তলিয়ে যাওয়া পুণ্যার্থীর মৃতদেহ উদ্ধার করল প্রশাসন গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য ভিন রাজ্য থেকে একদল পুণ্যার্থী এসেছিল গঙ্গাসাগরে।
পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নেমেছিল সমুদ্র উত্তাল থাকায় তলিয়ে গিয়েছিল সন্দীপ গৌড় নামের এক যুবক। ওই যুবকের খোঁজে লাগাতার তল্লাশি চালিয়েছে প্রশাসন।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি নৌকা নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল অবশেষে বসন্তপুর এলাকা থেকে ওই পুণ্যার্থীর দেহ উদ্ধার করে সিভিল ডিফেন্সের কর্মীরা ও গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ
শুক্রবার রাতে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে। আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হবে ময়নার তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়া হবে।