নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: রবিবার ২৭,জুলাই :: প্রেমঘটিত কারণে অবসাদে ভুগে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিলেন পূর্ব বর্ধমান জেলার,মেমারির এক যুবক। কাজ সেরে বাড়ি ফিরে ছেলের ঘর ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় বাবার।
অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় একমাত্র ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে।তড়িঘড়ি যুবককে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের নাম রাহুল মিদ্দে বয়স২২বছর। তাঁর বাড়ি মেমারি থানার অন্তর্গত নিমো ১ অঞ্চলের সহানুই এলাকার বাইতে পুকুর পাড়ে। ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিল রাহুল। জানা যাচ্ছে, তাঁর প্রেমের সম্পর্ক মেনে নেয়নি প্রেমিকার পরিবার। সেই কারণেই মানসিকভাবে ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছে সে—এমনটাই অনুমান পরিবারের। শনিবার দেহ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত চলছে।