শিলিগুড়ির বিভিন্ন বিগ বাজেটের পুজো গুলো ইতিমধ্যেই খুঁটি পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৮,জুলাই :: অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক আগেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। সেই কারণে আকাশে বাতাসে যেন পুজো পুজো গন্ধ। শিলিগুড়ির বিভিন্ন বিগ বাজেটের পুজো গুলো ইতিমধ্যেই খুঁটি পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে।এদিন ৭৫ বছরে সূর্যনগর ফ‍্যান্সী ইয়ুথ ক্লাবের দূর্গোৎসবের খুঁটি পুজো সুসম্পন্ন হল এবারে তাদের থিম বিশেষ থিম ‘রঙ্গিন চৌদল’। শিলিগুড়ির পূজো মানে জমজমাট। সারারাত ধরে ঠাকুর দেখা, হোটেল রেস্তোরায় চাইনিজ থেকে কন্টিনেন্টাল পুজোর চার দিন দেদার আনন্দ হাসি মজা বন্ধুদের সঙ্গে হুল্লোড়।

আর দুমাসও নেই তারপর এই রয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। প্রস্তুতি চলছে তুঙ্গে । হীরক জয়ন্তী বর্ষে বিশেষ আয়োজন সূর্যনগর ফ‍্যান্সী ইয়ুথ ক্লাবের। এবছর ৭৫তম বর্ষে পা রাখল সূর্যনগর সার্বজনীন দুর্গাপূজা। রবিবার খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হল এবারের পূজার প্রস্তুতি। এবারের পূজার বিশেষ আকর্ষণ—পরিবেশবান্ধব মণ্ডপ এবং চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা।

শিল্পী রাজু সূত্রধরের ভাবনায় বাজারের মাঠে তৈরি হবে থিম ভিত্তিক মণ্ডপ “রঙ্গিন চৌদল”। কাগজ ও অন্যান্য পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি হবে মণ্ডপের কাঠামো। আলোয় সেজে উঠবে মহিলা কলেজ মাঠ সংলগ্ন এলাকা।

পূজা কমিটির সম্পাদক নারায়ণ সাহা ও সভাপতি সুজিত সাহা চৌধুরী জানান, ৭৫তম বর্ষে ঐতিহ্য বজায় রেখে আধুনিকতায় নজর দেওয়া হচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মণ্ডপে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 9 =