ফের চুরির ঘটনা ঘটল কোলকাতা থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনে।তাও আবার এসি কামরায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৮,জুলাই :: ফের চুরির ঘটনা ঘটল কোলকাতা থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনে।তাও আবার এসি কামরায়! স্বভাবতই এই ঘটনাকে ঘিরে সোমবার সাত সকালে জোর চাঞ্চল্য ছড়াল মালদা টাউন স্টেশন চত্বরে।

কারণ চুরির বিষয়টি মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেস ট্রেন ঢোকার কিছুক্ষণ আগেই যাত্রীদের নজরে আসে।ট্রেন টাউন স্টেশনে ঢুকতেই মালদা শহরের বিবেকানন্দপল্লী এলাকার বাসিন্দা অনুশ্রী ভট্টাচার্য ট্রেনে চুরির বিষয়ে মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তার বক্তব্য তিনি সহ তার স্বামী রবিবার রাতে কোলকাতা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেন ধরে মালদার উদ্দেশ্যে যাত্রা করেন। ভোর তিনটা নাগাদ তিনি তার হ্যান্ডব্যাগ আগলে রেখেছিলেন। এরপর ঘুমিয়ে পড়েন।

সকালে ঘুম ভাঙার পর দেখতে পান তার হ্যান্ডব্যাগটি নেই। সেই ব্যাগে ছিল দুটি নামিদামি কোম্পানীর মোবাইল, একটি এটিএম কার্ড, একটি ক্রেডিট কার্ড সহ নগদ ১৩০০ টাকা। তাই এই বিষয়ে তিনি মালদা টাউন স্টেশনের জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তার আরও অভিযোগ, তবে শুধু তার একার নয়। ট্রেনের আরও বেশ কয়েকজন যাত্রীর ব্যাগ, মোবাইল, ল্যাপটপ খোয়া গেছে। তারাও জিআরপিতে অভিযোগ জানাতে গিয়েছিলেন। গৌড় এক্সপ্রেসের মতো ট্রেনের এসি কামরায় এই. ধরনের চুরির ঘটনা তারা মেনে নিতে পারছেন না। এতে ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =