সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৮,জুলাই :: পকসো আইনে গ্রেপ্তার করে এক ব্যক্তিকে আদালতে পাঠায় এনজিপি থানার পুলিশ। উল্লেখ্য জানা গিয়েছে, স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় পর এক
ব্যক্তিকে বিবাহ করেন এনজেপি থানা এলাকার এক মহিলা। আগের পক্ষের ১৩ বছরের মেয়েকে নিয়ে নতুন স্বামীর ঘর শুরু করেন।কিছুদিন পূর্বে কাজের কারণে শিলিগুড়ির বাইরে গিয়েছিলেন মহিলা। বাড়িতে মেয়ে ও তার সৎ বাবা ছিলেন। ফাঁকা বাড়ি থাকার সুযোগ নিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে সৎ বাবা । এরপর ঘটনার বিষয়টি নিজের দাদু-দিদিমাকে জানায় ওই নাবালিকা।
বিষয়টি জানার পর নাবালিকার দাদু দিদিমা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পর দ্রুত নাবালিকার সৎ বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।