নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: সোমবার ২৮,জুলাই :: ভাটপাড়া পৌরসভা এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।এবিষয়ে ভাটপাড়া পৌর কতৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোন ফল মেলেনি বলে।অবিলম্বে বেহাল রাস্তা সংস্কারের দাবি এবং ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের পেনশনের দাবিতে ব্যস্ততম ভাটপাড়া মোড় অবরোধ করে সিপিআইএম। এই অবরোধে ব্যাপক যানজট সৃষ্টি হলে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এরপর অবরোধকারীদের সেখান থেকে হটিয়ে দেয় পুলিশ।