সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: সোমবার ২৮,জুলাই :: গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ কাকদ্বীপের লট নাম্বার ৮ থেকে যাত্রী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়া দিকে আসছিল একটি যাত্রী বোঝাই ভেসেল বেশ কিছুটা আসার পর হঠাৎ ভেসেল থেকে এক যাত্রী ঝাঁপ দেয় মুড়িগঙ্গা নদীতে।বাকি যাত্রীদের চিৎকার শুনে ভেসেল চালক ভেসেল ঘুরিয়ে ঝাঁপ দেওয়া যাত্রীকে উদ্ধারের জন্য এগিয়ে যায় কিন্তু ওই যাত্রীর কোন খোঁজ আর পাওয়া যায়নি। খবর দেওয়া হয় সাগর থানায় ও হারুড পয়েন্ট কোস্টাল থানায় ।
ঘটনাস্থলে পুলিশ এবং সাগরের বিডিও কানাইয়া কুমার রাও আছেন এবং বেশ কয়েকটি নৌকা নিয়ে রাতেই ওই ঝাঁপ দেওয়া যাত্রীর খোঁজ চালায় এখনো পর্যন্ত যাত্রীর কোন খোঁজ পাওয়া যায়নি।