নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৯,জুলাই :: সরকারি জমি দখল করে বেআইনি ভাবে কারখানা নির্মাণ এবং মেশিনপত্র মজুতের অভিযোগ উঠলেও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের আউশগ্রাম এলাকায়।
অভিযোগ, এক প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে সরকারি খাসজমি জবরদখল করে অ্যাস ব্রিক তৈরির কারখানা নির্মাণের চেষ্টা করছেন। অথচ প্রশাসনের তরফে এখনও পর্যন্ত শুধু একটি সাধারণ অভিযোগ দায়ের করেই দায় সারা হয়েছে।সূত্রের খবর, আউশগ্রাম বাজারের কাছেই গুসকরা-ইলামবাজার রাজ্য সড়কের ধারে ৭২ শতক সরকারি খাসজমিতে মাস দুয়েক আগে থেকে কারখানা তৈরির কাজ শুরু হয়। অভিযোগ, আউশগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি ইনদাজুল শেখের ছেলে জিয়াউল শেখ ওরফে সাহেব ওই জমিতে অবৈধভাবে নির্মাণকাজ চালান।
ইতিমধ্যেই লোহার কাঠামো ও টিনের ছাউনি বসানো হয়েছে। কারখানার জন্য আনা হয়েছে মেশিনপত্রও। জমিটি সরকারি খাসজমি হওয়া সত্ত্বেও কোনও রকম লিজ বা অনুমতি না নিয়েই নির্মাণকাজ শুরু হয়।
বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে গত শনিবার নির্মীয়মাণ স্থানে একটি বোর্ড টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়, এই জমি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন এবং এখানে কোনও ধরনের নির্মাণকাজ বেআইনি। তবে, এতেই শেষ প্রশাসনিক পদক্ষেপ।
এ বিষয়ে পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন, “আমরা পুলিশকে জানিয়েছি। তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। রিপোর্ট পাওয়ার পরেই অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পুলিশ সেটিকে জিডি করবে না এফআইআর করবে, সেটা তাদের বিষয়।”