নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরা :: মঙ্গলবার ২৯,জুলাই :: *আর.জি.কর, কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি হুগলী সাংগঠনিক জেলার ডাকে মগরা রামকৃষ্ণ সিনেমা হল থেকে মগরা স্টেশন-এ হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক।
মাতৃশক্তিদের সঙ্গে নিয়ে সুবিশাল ‘কন্যা সুরক্ষা যাত্রায় ও সভায় অংশগ্রহণ করে রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও কড়া ভাষায় নিন্দা জানিয়ে রাজ্যের নারী সুরক্ষার দাবি এবং হিন্দু সুরক্ষার দাবিতে সোচ্চার হয়ে ধর্ম রক্ষার জন্য
হিন্দু ঐক্যের বার্তা দিয়ে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উৎখাতের ডাক দিলেন সনাতনের সেবক, জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।