বেআইনিভাবে তছনছ এবং দখলের অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকে সরব হল “ওয়াকফ বাঁচাও মঞ্চ”।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৯,জুলাই :: ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে তছনছ এবং দখলের অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকে সরব হল “ওয়াকফ বাঁচাও মঞ্চ”।

সংগঠনের আহ্বায়ক মোঃ মুরসালিন ফারহান এদিন বর্ধমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বর্ধমান শহর সংলগ্ন গোদা মৌজায় প্রায় সাড়ে তিন একর ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে তৃতীয় পক্ষের নামে রেকর্ড করে দখল করে নেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, “এই সম্পত্তিগুলি মূলত মসজিদ, মাদ্রাসা বা জনকল্যাণমূলক কাজের জন্য নিবেদিত ছিল। অথচ বর্তমানে সেগুলোর অধিকাংশই ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসার জায়গা ও নার্সিংহোমে রূপান্তরিত হয়েছে। সম্পূর্ণ বেআইনি ভাবে এই জমি রেকর্ড হয়ে গেছে অন্যদের নামে।”

ফারহান বাবু আরও বলেন, “বর্ধমান হাই মাদ্রাসার ডানদিকে, নবাবহাট থেকে জিটি রোড বরাবর প্রায় আধা কিলোমিটার জুড়ে ওয়াকফের সম্পত্তি ছড়িয়ে রয়েছে, যা দীর্ঘদিন ধরে তছনছ ও দখলের শিকার। আমরা এই সম্পত্তিগুলি পুনরুদ্ধারের লক্ষ্যে পথে নেমেছি। জনসমর্থন নিয়েই আন্দোলন গড়ে তোলা হবে”।

এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন মুরসালিন ফারহান। তাঁর কথায়, “ওয়াকফ বোর্ড ও প্রশাসন যদি চুপ করে থাকে, আমরা আইনানুগ পথে পদক্ষেপ নেব। জনমত গড়ে তুলে এই জবরদখলের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =