নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ২৯,জুলাই :: পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নিম্ন বটতলা এলাকার জিটি রোড চক্রবর্তী এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। গ্যাস সিলিন্ডার নিয়ে উপভোক্তার বাড়িতে যাওয়ার পথে বেধড়ক মার খেলেন এক গ্যাস সরবরাহ কর্মী।
জানা গেছে, ছিনুই শীতলাতলা এলাকার বাসিন্দা নীলরতন বিশ্বাস নামের ওই গ্যাস কোম্পানির কর্মী গ্যাসের গোডাউন থেকে সিলিন্ডার নিয়ে বেরিয়েছিলেন। অভিযোগ, মেমারির নিমো কেজার সংলগ্ন এলাকায় রাস্তা সংস্কারের কাজ চলছিল। সেই রাস্তা দিয়েই একটি কাস্টমারের বাড়িতে গ্যাস পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি।
রাস্তার কাজ চলতে দেখে সামান্য জায়গা দেওয়ার অনুরোধ করেন দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার পাপ্পু মল্লিককে। কিন্তু এই কথাতেই শুরু হয় কথা কাটাকাটি। পরে সেখানে থাকা শ্রমিকরা নীলরতনকে একা পেয়ে ঘিরে ধরে এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
এই হামলার সময় তাঁর গলায় থাকা সোনার চেন, হাতে থাকা ঘড়ি এবং টাকাপয়সা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন আক্রান্ত নীলরতন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়। সুপারভাইজারের গ্রেপ্তারির দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ও পথ অবরোধ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় এক ঘণ্টার মধ্যে অবরোধ উঠে যায়। আহত অবস্থায় নীলরতন বিশ্বাসকে উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।