মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হল ডায়মন্ডহারবারের ঐতিহাসিক নবনির্মিত লালপোলের

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: মঙ্গলবার ২৯,জুলাই :: বিটিশ আমলে ডায়মন্ড হারবার মগরাহাট ক্রিক খালের উপর যাতায়াতের সুবিধার্থে তৈরি হয়েছিল লালপোল। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের যাতায়াতের অনুপযোগী হয়ে ওঠে এই লালপোল।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই লালপোল পুনঃনির্মাণ করার জন্য পুরসভার তরফ থেকে আবেদন পাঠানো হয়। সেই আবেদনে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের পূর্ত দফতরের সহযোগিতায় আনুমানিক ১৩ কোটি টাকা ব্যয়ে চার বছর ধরে এই ঐতিহাসিক লালপোল সংস্কারের কাজ শুরু করে।এর পাশাপাশি ডায়মন্ডহারবারে যানজট নিয়ন্ত্রণ করার জন্য লালপোলের পাশেই একটি ব্রিজ নির্মাণ করে দিয়েছিল সাংসদ । স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ অপেক্ষার অবসান হল অবশেষে । বীরভূমের প্রশাসনিক সভা থেকে এই ঐতিহাসিক লালপোলের ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ত দপ্তর সূত্রের খবর, পথচারীদের জন্য সেতুর দু’পাশে পায়ে হেঁটে চলার রাস্তা সহ সেতুটি ১২ মিটার চওড়া এবং দৈর্ঘ্যে ৮০ মিটার। আগের তুলনায় সেতুটি অনেকটাই বাড়ানো হয়েছে। অ্যাপ্রোচ রোড হিসেবে সেতুর উত্তর দিকে কপাটহাট পর্যন্ত রাস্তা ২২ ফুট চওড়া করা হয়েছে।

সেতু জুড়ে অত্যাধুনিক আলোর ব্যবস্থা পাশাপাশি সেতুতে প্রবেশপথে অত্যাধুনিক সেতুর সৌন্দর্য বৃদ্ধি করতে আধুনিক ভাস্কর্য নির্মাণ , সামাজিক সুরক্ষায় বৃক্ষরোপনের দিকেও নজর দিয়েছেন প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 15 =