নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইলামবাজার :: বুধবার ৩০,জুলাই :: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফর শেষ। বোলপুরের পরে ইলামবাজারে প্রশাসনিক বৈঠকে যোগদান করেন।
এই প্রশাসনিক বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অজয়ের যে ব্রিজ তৈরি হয়েছে জয়দেব কেন্দুলী তে সেই ব্রিজের আজ শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।তিনি জানান এই ব্রিজে বীরভূম ও বর্ধমানের বহু মানুষ উপকৃত হবেন। বীরভূমের মানুষ অতি সহজেই পশ্চিম বর্ধমানে প্রবেশ করতে পারবেন। এছাড়াও আজকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলামবাজারে।
বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন বীরভূম থেকে তিনি শুরু করেছেন এবার থেকে প্রত্যেকটি জেলায় এই আন্দোলনে রূপরেখা তৈরি করে দেন। মুখ্যমন্ত্রী আরো জানান পরিযায়ী শ্রমিকেরা যারা বাইরে কাজ করতে গেছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে বাংলায় কাজের ব্যবস্থা করা হবে।
পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার আহ্বান জানান। এই মঞ্চ থেকে ২৫ জনকে বিভিন্ন সরকারি পরিষেবার অনুদান দেওয়া হয়।