নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: বুধবার ৩০,জুলাই :: নলহাটি শহরের একটি হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বুধবার সকালে নলহাটি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় এক যুবকের, জানা গেছে ওই যুবকটি ওই হোটেলের ম্যানেজারের কাজ করতেন।
হোটেলের মালিক জানান ওই যুবকের নাম ঈশান রায়, বাবার নাম সুভাষ রায়, বয়স আনুমানিক ২৫, বাড়ি নলহাটি পৌরসভা ৬নম্বর ওয়ার্ডের দীঘির পাহাড় এলাকায়। এক সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল যার জেরে এই দুর্ঘটনা ।
হোটেল মালিক আমাদের জানান গতকাল ম্যানেজার রাত্রি নয়টা নাগাদ ঢুকে পড়ে রুমে, সকালে উঠে ডাকাডাকি সত্ত্বেও রুম না খোলায় সন্দেহ জাগে। রুমের দরজা ধাক্কা দিতেই দেখে ওই যুবকের ঝুলন্ত দেহ।।
খবর দেওয়া হয় নলহাটি থানা পুলিশকে। নলহাটি থানার পুলিশ উদ্ধার করে দেহটি এবং ময়নাতদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়।