নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরা :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: মগরার আড্ডা মোড় এলাকায় রাতের অন্ধকারে প্রাণ গেল রাজু ও শুভজিতের হুগলির মগরা থানার অন্তর্গত আড্ডা মোড় এলাকায় মঙ্গলবার রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক বাইক দুর্ঘটনা।
মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই যুবক, গুরুতর আহত আরও তিনজন। দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে সুগন্ধা ও পোলবা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দুই যুবক হলেন—রাজু মুর্মু (২৫), বাড়ি সুগন্ধা আগ্রা পাড়া এবং শুভজিৎ মন্ডল (২৫), বাড়ি সুগন্ধা মালত পাড়া। দু’জনেই নিজেদের বন্ধুদের সঙ্গে বলাগড়ের ইঞ্চুরা এলাকায় ‘ঝাপান’ দেখে বাইকে করে ফিরছিলেন পোলবা থানার অন্তর্গত গ্রাম এলাকায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ। রাজু, শুভজিৎ ও আরও এক বন্ধু একটি বাইকে ছিলেন। ইঞ্চুরা থেকে ফেরার পথে মগরার আড্ডা মোড় এলাকায় পৌঁছতেই সামনে থেকে আসা আরেকটি বাইকের সঙ্গে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়।
ধাক্কা এতটাই প্রবল ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজু মুর্মুর। শুভজিৎ মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে, পথেই তাঁর মৃত্যু হয়।
অপরদিকে, রাজু-শুভজিতের সঙ্গী যুবক ও বিপরীত দিক থেকে আসা বাইকে থাকা দুই যুবক—এই তিনজন গুরুতর জখম হন। বর্তমানে তাঁরা চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের অবস্থা সংকটজনক বলেই জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মগরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই বাইকই পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে মগরা থানার পুলিশ।