নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইলামবাজার :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: আমরা কোনো দেবদেবীর মন্দিরে গেলে ছোট গাড়ি, বাস বা ট্রেনে করে যায়। কেউ কেউ আবার পায়ে হেটেও যায়। কিন্তু দুবরাজপুরের সাতকেন্দুরি মোড়ে এক অন্য চিত্র ধরা পড়লো।
নিজের মনস্কামনা পূরণের জন্য দন্ডি কেটে প্রায় ৮০ কিলোমিটার দূরে তারাপীঠে মা তারার কাছে যাচ্ছেন বীরভূমেরই এক ভক্ত। তার নাম গঙ্গাধর বাগদি। বাড়ি বীরভূমের ইলামবাজার থানার শালকা গ্রামে।
পেশায় সে একটি ধান মিলের শ্রমিক। গত শনিবার সে ইলামবাজারের শালকা গ্রাম থেকে তারাপীঠে মা তারার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন।
দন্ডি কেটে তারাপীঠে মা তারার মন্দির যেতে প্রায় দেড় মাস সময় লাগবে এমনই কথা বাড়িতে তার মাকে বলে বেরিয়েছেন তিনি। তার মনস্কামনাগুলো তারাপীঠের মা তারার কাছে গিয়ে জানাবেন এমনই তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
তিনি আরো জানান, যেখানে সন্ধ্যা ঘনিয়ে আসছে সেই স্থানের কোনো মন্দিরে তিনি আশ্রয় নিচ্ছেন। রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি দন্ডী কাটতে কাটতে যাচ্ছেন। এই খবর চাউর হতেই তাকে দেখতে অনেকেই ভিড় করছেন সেখানে।
তাকে ঘিরে রাখছেন সাধারন মানুষজন এবং তাকে পানীয় জল সহ খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছেন।