নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খানাকুল :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: শুভেন্দুর গাড়ি দেখেই রাস্তায় এক ব্যক্তি জয় বাংলা বলার পরেই গাড়ি থেকে নেমে শুভেন্দু মেজাজ হারান। তিনি বলেন,জয় শ্রীরাম।তোর মাকে হারিয়েছি। একে হঠাও। মেরে চামড়া গুটিয়ে দেবো।
এই প্রসঙ্গে হুগলীর খানাকুলের রামমোহন ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা সুজিত ঘোষ বলেন মমতা ব্যানার্জির দয়াতে রাজনীতিতে এসে আঁচলের তলায় ছিল। তারপরে সে আজকে বিরোধী দলনেতা। জয় বাংলা জয় বাংলা স্লোগান শুনে গাড়ি থেকে নেমে তেড়ে যায়। এরকম আচরণ মানুষ দেখছে।