নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: গ্রামে জল জমে এতটাই দুরবস্থা, কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর পর্যন্ত জমে রয়েছে জল। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়, জনজীবন একপ্রকার স্তব্ধ।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার ব্লকের চাতরা পঞ্চায়েতের ,মির্জাপুর , পাবিয়া , কোটালবেড়িয়া , রসুই, পোতাপাড়া, সহ বেশ কয়েকটি গ্রামের ঘটনা । জল জমেছে চাষের জমিতে রাস্তাঘাট এমনকি বাড়ি ঘরে পর্যন্ত জল জমে রয়েছে।
অসুস্থ রোগীকে কলার ভেলায় শুইয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে এমনটাই দূরবস্থা গ্রামের।
আবার চাষের জমিতে ফসল নষ্ট অন্যদিকে গ্রামের বাড়িঘর সব এক প্রকার জলের তলায় । বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে মানুষের । বাচ্চারা স্কুলে যেতে পারছে না । বাচ্চাদের কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে স্কুলে বা অন্যত্র । খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না বাড়ির বাইরে । কাজ কর্ম একপ্রকার বন্ধু হতে বসেছে ।
চাষবাস সব শেষ । সাপ পোকামাকড় উঠে যাচ্ছে ঘরে ।এই অবস্থায় কি করবে গ্রামের মানুষ বুঝে উঠতে পারছে না। এলাকার মানুষের দাবি তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়ককে জানিয়েছে কিন্তু কোন কাজ হয়নি। তাদের দাবি অবিলম্বে এই সমস্যার সমাধান করুক প্রশাসন ।