নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: বুধবার সাত সকালে মালদার চাঁচলের গোরখপুর গ্রামের বাঁশবাগানে যুবকের গলাকাটা পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরকীয়া সম্পর্কের জেরে খুনের অভিযোগ তুললেন মৃতের পরিবারবর্গ।
মৃতের দাদার অভিযোগ, গত ২৫ তারিখ তার ভাই নাহারুল হকের বিয়ের মোহর ছিল। কিন্তু ওইদিনই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর বুধবার ছয়দিনের মাথায় তার গলাকাটা পচাগলা মৃতদেহ উদ্ধার হয় ‘গ্রাম থেকে প্রায় পাঁচশো মিটার দূরের বাঁশবাগানে।
তার অভিযোগ, তিনি তার ভাইয়ের মোবাইলের কল লিস্ট ঘেঁটে দেখতে পেয়েছেন ভাই নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে গ্রামের এক মহিলার সঙ্গে ভাইয়ের একাধিকবার কথা হয়েছে। তাই তাদের অনুমান ভাইয়ের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।
তবে সঠিক কী কারণে এই ঘটনা, এর পেছনে কে বা কারা জড়িত ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে চাচল থানার পুলিশ।