নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: এবছর চা শ্রমিকদের উৎসব বোনাস ২০ শতাংশ দেওয়া, টালবাহানা না করে বোনাসের মিটিং আগামী ১০ আগস্ট এর মধ্যে ডাকা এবং উৎসবের ন্যূনতম চার সপ্তাহ আগে বোনাস দেওয়ার দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন করলাভ্যালি চা বাগানে গেট মিটিং অনুষ্ঠিত হলো।
উত্তরবঙ্গের চা শ্রমিকদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের ডাকে এই সভা হয়। গত বছর করলাভ্যালি চা বাগানের এর শ্রমিকরা মাত্র ১৬ শতাংশ বোনাস পেয়েছিলেন।
বৃহস্পতিবার থেকে শুরু হয়ে তিন দিন ধরে উত্তরবঙ্গের সমস্ত চা বাগানেই বোনাস মিটিং ১০ আগস্ট এর মধ্যে ডাকার দাবিতে গেট মিটিং অনুষ্ঠিত হবে।
প্রতি বছরই দেখা যায় উৎসবের প্রাক্কালে যা শ্রমিকদের বোনাস নিয়ে মালিকপক্ষ টালবাহানা শুরু করে। প্রতি বছরই আগে মিটিং না করে একেবারে উৎসবের প্রাক্কালে মিটিং করার মধ্যে দিয়ে তড়িঘড়ি বোনাস ফয়সলা করতে চায় মালিকপক্ষ।
কিন্তু এবছর ১০ আগস্ট এর মধ্যেই বোনাস মিটিং ডাকার দাবি নিয়ে এদিন থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে গেট মিটিং শুরু হয়ে গেল। চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের দাবি ২০ শতাংশ হারেই বোনাস দিতে হবে।
এছাড়াও করলাভ্যালি চা বাগানের শ্রমিকদের ছাতা, ত্রিপল, জ্বালানি, ঘর রিপেয়ারিং এর টাকা দ্রুত দেওয়ার দাবি উঠে আসে গেট মিটিং এ। উত্তরবঙ্গের চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি, এবং দখলীকৃত জমির পাট্টা দ্রুত দেওয়ার দাবি জানানো হয় এই মিটিং থেকে। বক্তব্য রাখেন গোবিন ওরাও, ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, শুভাশিস সরকার সুকুমার কুজুর প্রমুখ।