বুধবার রাতে কাকঝোরা বন আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: শুক্রবার ১,আগস্ট :: বুধবার রাতে দার্জিলিঙের কাকঝোরা এলাকায় অবস্থিত বন বিভাগের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কাঠের তৈরি এই ভবন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগবার সঠিক কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্র মারফত জানা গেছে।দমকল বিভাগকে খবর দেওয়ার পরই দার্জিলিং ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।তীব্র হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়।সৌভাগ্যবশত,এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রশাসন তদন্ত শুরু করেছে।

বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন,আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,হঠাৎ বিকট শব্দ ও ধোঁয়া দেখে প্রথমে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা ও স্থানীয় মানুষজন।অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলা প্রশাসন ও দমকল বিভাগ।প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =