নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শুক্রবার ১,আগস্ট :: আবগারি বিভাগের আলিপুরদুয়ার সার্কেলের ওসি একটি গোপন তথ্য সংগ্রহ করেন যেখানে একটি আন্তঃরাজ্য চোরাচালান চক্রের একটি দল একটি গাড়ি করে স্পিরিট ও মাদক জাতীয় কিছু নিয়ে যাচ্ছে।সেই তথ্য নিয়ে আজ প্রায় ১১:০০ টায়, আলিপুরদুয়ার থানার অধীনে চারমাইলে একটি গাড়ি আটক করা হয় এবং সন্দেহভাজন ওপি স্পিরিটের চালান সহ গাড়িটি জব্দ করা হয়।
আব্দুল জলিল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গাড়িটি থেকে ওভারপ্রুফ স্পিরিটযুক্ত প্লাস্টিকের ড্রাম উদ্ধার হয়। জব্দকৃত চোরাচালানকারী পণ্য এবং গাড়ির বাজার মূল্য আনুমানিক ৫৮,৬০,০০০ টাকা।