এক বৃদ্ধর ঝুলন্তদেহ উদ্ধার ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: শুক্রবার ১,আগস্ট :: এক বৃদ্ধর ঝুলন্তদেহ উদ্ধার । বৃহস্পতিবার ঘটনাটি ঘটে দক্ষিণ বেরুবারি গ্রাম পঞ্চায়েতের অধীন ডাং পাড়া   এলাকায় । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায় ।

পরিবার সূত্রে জানা যায় ওই বৃদ্ধর নাম ধীরেন রায় , বয়স ৬৫ বছর । ঘটনার পর পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে , কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । তবে মৃত্যুর কারণ জানা যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seventeen =