পাহাড়ি নদীতে হড়পা, ডুবল ট্রাক্টর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শুক্রবার ১,আগস্ট :: পাহাড়ে বৃষ্টিপাত হঠাৎ হরপা পাহাড়ি নদী মাল ও নেওড়া নদীর সংযোগস্থলে। সেসময় একটি ট্রাক্টর নদী পার করছিল। আচমকা হরপা আসর কারণে ডুবে যায় ট্রাক্টরটি। স্রোতের তীব্রতর কারণে রীতিমতো উল্টে যায় ট্রাক্টর ।পরবর্তী জল কিছুটা কমে যাওয়ার পর জেসিবির সাহায্যে উদ্ধার করা হয় ট্রাক্টরটিকে। তবে হরপার কারণে ক্ষতিগ্রস্ত ট্রাক্টরটি। এই খবর ছড়িয়ে পড়তেই নদীর দুধারে প্রচুর মানুষ ভিড় জমায়। পাশাপাশি বুধবার বিকেলে জলঢাকা নদীতেও হরপা দেখা যায়।

উল্লেখ্য গত ২২ শে জুলাই সুখানি নদীতেও দেখা যায়। সেসময় নদীর মাঝে তিনজন আটকে পড়েন। পরবর্তীতে জেসিবি দিয়ে তাদের উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − two =