মোহাম্মদ রফির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি!

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শুক্রবার ১,আগস্ট :: ভারতবর্ষ সুর,তাল, ছন্দের দেশ। ভারতবর্ষে যুগে যুগে জন্ম নিয়েছেন স্বনামধন্য সুরকার , গীতিকার গায়ক,গায়িকারা। ভারতীয় সংগীতের কথা উঠলেই প্রথম সারিতে নাম আসে মোহাম্মদ রফির। আজ স্বনামধন্য গায়ক মোহাম্মদ রফির মৃত্যুবার্ষিক।

৩১জুলাই ১৯৮০ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মৃত্যুর এত বছর পরেও আজও তিনি প্রাসঙ্গিক। মোহাম্মদ রফিকের উপমহাদেশের অন্যতম সেরা সংগীত শিল্পী হিসেবে গণ্য করা হতো। অসামান্য কণ্ঠস্বরের জন্য তিনি বিখ্যাত ছিলেন।

তাঁর কন্ঠে হিন্দি ছবিতে একের পর এক সুপারহিট গান হয়েছে। যে গানগুলো আজও চির রঙিন হয়ে রয়েছে। সব রকম গানের গায়েকীতে তিনি ছিলেন সিদ্ধ হস্ত। সব রকমের গান গাইতেন সাবলীল ভাবে।

দেশাত্মবোধক গান , স্যাড, রোমান্টিক গান, কাওয়ালী থেকে গজল এবং ভজন থেকে শাস্ত্রীয় গান সব ক্ষেত্রেই তিনি ছিলেন অসামান্য অনবদ্য। তবে উল্লেখযোগ্য রফির কন্ঠে স্যাড সং ছিল অনবদ্য। তার কন্ঠের সুরের রসের সিক্ত ছবির স্যাড সং গুলো শুনে আজও দু চোখের পাতায় অজান্তেই জল চলে আসে।

তিনি মোট ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার এবং একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। রফির গানে ঐশ্বরিক উপস্থিতি অনুভূত হয়। হিন্দি চলচ্চিত্র জগতকে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন।

বহু ছবি তাঁর জন্য মিউজিকালী হিট হয়েছে। শুধুমাত্র তার গান শুনবার জন্য সিনেমা হলের বাইরে দর্শকদের লম্বা লাইন লেগে যেত। আজ তাঁর মৃত্যু দিবসে রইল শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eight =