নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শুক্রবার ১,আগস্ট :: দুর্গাপুজো উপলক্ষে প্রতি ক্লাবকে এবার ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর এই অনুদান ছিল ৮৫ হাজার টাকা, এবছর তা ২৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার দুর্গাপুজো নিয়ে রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মহালয়ার আগেই পুজো উদ্বোধন শুরু করবেন তিনি। সেই সময় পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী।
এদিন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও ভার্চুয়াল বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি ও রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস।
কালিয়াগঞ্জ পৌরপতি রাম নিবাস সাহা ও প্রত্যেক ক্লাবের কর্মকর্তারা অংশ নেন। দুর্গাপুজোর সময়ে যানজট, স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। পুজোর সময়ে জরুরি পরিষেবা চালু রাখতে নির্দেশ দেওয়া হয়। ক্লাবগুলিকে অনুদান দেওয়ার পদ্ধতি ও সময়সীমা নিয়েও নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুদানে খুশি জেলার পুজো কমিটি গুলি। পুজোর প্রস্তুতি ঘিরে জেলায় এখন উৎসবের আবহ।