নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১,আগস্ট :: এক দশকের প্রতীক্ষার পর ২০১৫ সালের ৩১শে জুলাই ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন কোচবিহারের সাবেক ছিটমহল পোয়াটুরকুঠির বাসিন্দারা। স্বাধীনতার সেই আনন্দ আজও তাঁদের হৃদয়ে সজীব। কিন্তু সম্প্রতি এক নতুন আতঙ্ক তাঁদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
NRC এবং SIR -এর সম্ভাব্য প্রভাব নিয়ে তাঁদের মনে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্তা: স্বজনদের নিয়ে দুশ্চিন্তা পোয়াটুরকুঠির বহু যুবক জীবিকার সন্ধানে ভিন রাজ্যে রয়েছেন। সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষদের হেনস্তা হওয়ার খবর প্রায়ই আসছে।
এই খবরগুলো সেখানকার পরিবারগুলোকে ভীষণভাবে চিন্তিত করে তুলেছে। তাঁদের প্রিয়জনদের ওপর পুলিশি হয়রানির খবর তাঁদের মনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। আগামী ১লা আগস্ট থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে SIR বা নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া।
বাসিন্দাদের আশঙ্কা, এই প্রক্রিয়ায় কেবল ২০১৫ সালের সার্ভে লিস্টে থাকা ব্যক্তিরাই ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন। কিন্তু যে সব পরিবারের মেয়ে বা বোনের বিয়ে ২০১৫ সালের আগে হয়েছে, তাদের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট সরকারি নির্দেশিকা না থাকায় তাঁরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে পোয়াটুরকুঠিতে জাতীয় পতাকা উত্তোলন, নানা সামাজিক অনুষ্ঠান এবং আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। বাসিন্দারা এক রাতের জন্য হলেও পরাধীনতার দুঃস্বপ্ন ভুলে আনন্দে মেতে উঠেছিলেন। তবে এই আনন্দ ছিল ক্ষণিকের।
বিশেষভাবে চোখে পড়েনি প্রবীণ ছিটমহল আন্দোলনকারীদের উপস্থিতি। জানা গেছে, তাঁদের অনেকেই শারীরিক অসুস্থতা এবং NRC ও SIR-এর দুশ্চিন্তায় এই আনন্দ থেকে নিজেদের দূরে রেখেছেন। স্বাধীনতার স্বাদ পাওয়ার পরেও তাঁদের জীবনে এখনও পরাধীনতার গ্লানি যেন পুরোপুরি মুছে যায়নি