নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শুক্রবার ১,আগস্ট :: গতকাল রাতে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে খবর পেয়ে, খারুভাজের নয়ারছড়া এলাকায় একটি টোটো আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশ। টোটোটিকে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা সহ একজনকে আটক করা হয়।গ্রেফতার ব্যক্তির নাম নাজমুল শেখ ৩২ পিতা মৃত আবু তালেব শেখ, বাড়ি সাহেবগঞ্জ থানার থারাইখানা এলাকার কিষমত করলা ২ গ্রামে। পুলিশ সূত্রে জানা যায় দিনহাটা-২ নম্বর ব্লকের বিডিও-র উপস্থিতিতে টোটোটি তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।
এই তল্লাশি ও বাজেয়াপ্ত করার পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে NDPS আইনের ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।