নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: শুক্রবার ১,আগস্ট :: সদাইপুর থানার অধীনে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের হোলি মাদার ইংলিশ মিডিয়াম প্রাইমারী স্কুলে কাজ চলাকালীন একজন শ্রমিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রীর উপর অভব্য আচরন করে এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ অভিভাবকদের।
স্কুল থেকে বাড়ি ফিরে অভিভাবকদের ঘটনার কথা জানায় ওই ছাত্রী। শুধু একজন ছাত্রীকেই নয়, আরো একাধিক ছাত্রীর উপর অভব্য আচরণ ও শ্লীলতাহানির অভিযোগ করছেন অভিভাবকরা। অভিযোগ পেয়ে পরের দিন শতাধিক অভিভাভবক স্কুল ঘেরাও করেন।পাশাপাশি প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সদস্যদের ঘেরাও করে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ দেখান। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এই দাবিতে শতাধিক অভিভাবক স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ।
অভিভাবকদের আরও অভিযোগ, গতকাল ঘটনাটি ঘটেছে তবুও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তবে স্কুলে কাজ করা ঠিকাদারকে আটকে রাখেন অভিভাবকরা। স্কুলের বদনাম হবে বলে অভিভাবকদের জানাইনি এবং থানায় কোনো অভিযোগ করিনি বলে জানান স্কুলের প্রধান শিক্ষক শুভাশীষ দাস।
এবার তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান। স্কুল পরিচালন সমিতির সম্পাদক সৈকত প্রামানিক সৈকত প্রামাণিক জানান, আমি ঘটনাটা জানতাম না এইমাত্র শুনলাম। কিছু না জেনে তো বলা যাবে না। অন্যদিকে অভিযুক্তকে আটক করেছে সদাইপুর থানার পুলিশ।